>

দুনিয়ার এক অমীমাংসিত রহস্যের নাম স্টোনহেঞ্জ

জীবনযাপন ডেস্ক

যুক্তরাজ্যের ওয়াল্টশায়ার কাউন্টিতে অবস্থিত দুনিয়ার এক অমীমাংসিত রহস্যের নাম স্টোনহেঞ্জ।

প্রায় পাঁচ হাজার বছর আগে তৈরি বিশাল সমতল ভূমিতে খাড়া পাথরে তৈরি এক স্থাপনা।

পাথরগুলো ধূসর বর্ণের প্রায় ১৩ ফুট উচ্চতার। সাজানোতে জ্যামিতিক বৈশিষ্ট্যের ছাপ লক্ষ করা যায়।

প্রাচীন গ্রিক সভ্যতার সঙ্গে এর স্থাপত্যের কিছু মিলও লক্ষ করা যায়।

১৯৮৬ সালে স্টোনহেঞ্জকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে স্বীকৃতি দেয় ইউনেসকো।

দর্শনার্থীদের কাছে অপার এক সৌন্দর্যের স্টোনহেঞ্জ বিশেষজ্ঞদের কাছে এখনো মাথা গুলিয়ে দেওয়া এক রহস্যের নাম।