>

২০২৪ সালে শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটক বেড়েছে ২২২ শতাংশ

জীবনযাপন ডেস্ক

গত বছর ২০২৩ সালের তুলনায় দ্বিগুণের বেশি বাংলাদেশি পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন।

২০২৪ সালে ৩৯ হাজার ৫৫৫ জন বাংলাদেশি নাগরিক শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন, ২০২৩ সালে যা ছিল ১৭ হাজার ৮৪৬ জন।

শ্রীলঙ্কা ভ্রমণকারী শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৩তম।

শ্রীলঙ্কা ভ্রমণকারী শীর্ষ পাঁচটি দেশ হলো ভারত, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি ও চীন।

বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পর্যটক যায় ভারতে। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বড় রকমের টানাপোড়েনের মধ্যে পড়েছে ঢাকা-দিল্লি সম্পর্ক।

জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে ভারতে বাংলাদেশি পর্যটক উল্লেখযোগ্য সংখ্যক কমেছে।

যার প্রভাবে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানে বাংলাদেশি পর্যটক বেড়েছে।