আজ ৩ জুলাই ফেসবুকে ঘুরে বেড়ানোর দারুণ কিছু ছবি দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সবাই জানতে চাইছেন, জায়গাটা কোথায়?
ছবিগুলো দেখার পরপরই তাসনিয়া ফারিণের সঙ্গে কথা বলে জানা গেলে, তিনি এখন আছেন যুক্তরাজ্যে।
ছবিগুলো তুলেছেন যুক্তরাজ্যের কেন্টে।
ফারিণের পরনে এইচঅ্যান্ডএমের ক্যাজুয়াল কমলা টপ সবুজ প্রকৃতিতে জ্বলজ্বল করছে।
টপের ওপর পরেছেন জারার জ্যাকেট। প্যান্টটি লুলুলেমনের।
পোশাকের সঙ্গে মিলিয়ে ফারিণ চুলে বেঁধেছেন মিষ্টি গোলাপি রঙের ব্যান্ড।