বর্ষার উচ্ছলতা মন ভালো করে দেয়।
মেঘলা আকাশের নিচে মন চলে যায় দূরে কোথাও....!
বর্ষায় সেই উচাটন মনের খোরাক জোগাতে না হয় পোশাকেও হোক বৃষ্টিবিলাস।
ছুটির বিকেলে গায়ে জড়াতে পারেন আকাশি–নীল শাড়ির স্নিগ্ধতা।
‘পাগলা হাওয়ার বাদল-দিনে পাগল আমার মন জেগে ওঠে...’
বর্ষার পরিবেশ ও প্রকৃতির সঙ্গে নীল রং দারুণ মানায়।
বৃষ্টিভেজা সতেজ গাছগাছালির সঙ্গে সময় কাটালে, শরীর–মন দুটিই যেন ভালো থাকে।
শহুরে জীবনে বৃষ্টি উপভোগের সুযোগ অনেকটাই কম। তাই বেরিয়ে আসতে পারেন শহরের বাইরে থেকেই।