>

ট্রফি জিতে মৌসুম শুরু বার্সেলোনার

খেলা ডেস্ক

হোয়ান গাম্পার ট্রফির ম্যাচ শুরুর আগে কথা বলছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক

কোমোর বিপক্ষে বার্সার ৫–০ গোলের জয়ে প্রথম গোল করেছেন ফারমিন লোপেজ

দ্বিতীয় গোলও লোপেজেরই

দলের হয়ে তৃতীয় গোলের পর রাফিনিয়ার ট্রেডমার্ক উদ্‌যাপন

চতুর্থ ও পঞ্চম গোল করেছেন লামিনে ইয়ামাল

রোনাল্দ আরাউহোর হাতে হোয়ান গাম্পার ট্রফি