মামাবিভ্রাট

চাঁদকে যখন মামা ডেকে

পড়ি আমি ছড়া

বাবার কথা শুনে আমার

দুচোখ ছানাবড়া!

চাঁদমামাকে মামা ডেকে

বাবাও খুশি ভারি

আমি তখন বোকা হয়ে

শুনি কথা তাঁরই।

আমার যদি মামা সে হয়

বাবার শ্যালক হবে

সম্পর্কের হিসাবনিকাশ

বদলে গেল কবে?

মাথা তবে নষ্ট নাকি?

পাই না খুঁজে তাল!

আমার মামা, বাবারও তাই?

কী মহা জঞ্জাল!