বই পরিচিতি

সংবাদপত্রে বাংলাদেশ
সংবাদপত্রে বাংলাদেশ

সংবাদপত্রে বাংলাদেশ
‘প্রথম আলো’র নির্বাচিত সংবাদ সংকলন ২০১২
সম্পাদনা: সালাহ্উদ্দীন আহমদ
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রথমা প্রকাশনী
পৃষ্ঠা: ৪৮০
দাম: ৪৫০ টাকা
২০১২ সালের গুরুত্বপূর্ণ ঘটনা বা খবরের সংকলন সংবাদপত্রে বাংলাদেশ। এক কথায় বইটিকে ২০১২ সালের জাতীয় ঘটনাপঞ্জি বলা যায়। বিষয় অনুসারে বিন্যস্ত এসব সংবাদে যুদ্ধাপরাধের বিচার ও আন্তঃসাম্প্রদায়িক সম্পর্কের মতো বছরের সর্বাধিক আলোচিত ঘটনাবলি যেমন আছে, তেমনি রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, কৃষি ও শিল্প, জ্বালানি-বিদ্যুৎ-খনিজ সম্পদ, সংস্কৃতি, শিক্ষা, নারী অধিকার, পরিবেশ, যোগাযোগ ইত্যাদি গুরুত্বপূর্ণ খবরগুলোও সংকলিত হয়েছে। বইটি গবেষক, সাংবাদিক, রাজনীতিক ও কৌতূহলী পাঠকের প্রয়োজন মেটাবে।

প্রথম বাঙালি চলচ্চিত্রকার হীরালাল সেন ও অন্যান্য
প্রথম বাঙালি চলচ্চিত্রকার হীরালাল সেন ও অন্যান্য

প্রথম বাঙালি চলচ্চিত্রকার হীরালাল সেন ও অন্যান্য
অনুপম হায়াৎ
প্রকাশক: বঙ্গজ প্রকাশন
প্রচ্ছদ: জাহাঙ্গীর আলম
১২৭ পৃষ্ঠা
দাম: ২৩০ টাকা
বাংলা চলচ্চিত্রের ইতিহাস নিয়ে কথা উঠলে অবধারিতভাবে হীরালাল সেনকে স্মরণ করতেই হবে। কেননা হীরালাল সেনই প্রথম বাঙালি, যিনি আপামর বাঙালির চোখে প্রথম চলচ্চিত্রের আলো ফেলেছেন। এক নিঃশ্বাসে তাঁর পরিচয় দেওয়া মুশকিল। তিনি প্রথম বাঙালি চলচ্চিত্র প্রদর্শক, চলচ্চিত্র প্রতিষ্ঠানের মালিক, চিত্রপরিচালক, চলচ্চিত্র আলোকচিত্রী, চলচ্চিত্র সংগঠক ও শিল্পী-কুশলীর শিক্ষক। এই পথিকৃৎ চলচ্চিত্র ব্যক্তিত্বের জীবন ও কর্ম তুলে ধরেছেন অনুপম হায়াৎ প্রথম বাঙালি চলচ্চিত্রকার হীরালাল সেন ও অন্যান্য বইয়ে। এ ছাড়া এ বইয়ে তিনি আরও আলোচনা করেছেন ঢাকার প্রথম চলচ্চিত্র প্রদর্শনী, নির্বাক ও সবাক চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্রে রবীন্দ্র-নজরুলের সংশ্লিষ্টতা, প্রথম চলচ্চিত্র পত্রিকা ও জাতীয় মুক্তিসংগ্রামের চলচ্চিত্র ১৯৭১ নিয়ে।