বইপরিচিতি

তরুণ স্থপতিকে লেখা পত্রাবলি
ক্রিস্টোফার বেনিনজার
অনুবাদ: প্রতীক বর্ধন
প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য, প্রকাশক: বেঙ্গল পাবলিকেশনস, ঢাকা, প্রকাশকাল: ডিসেম্বর ২০১৭, দাম: ১৪০০ টাকা।

ক্রিস্টোফার বেনিনজার মার্কিন স্থপতি। স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীদের কাছে পরিচিত এক নাম। ১৯৭১ সালে স্থপতি বালকৃষ্ণ ভি দোশির আমন্ত্রণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদ ছেড়ে ভারতের আহমেদাবাদে স্কুল অব প্ল্যানিং প্রতিষ্ঠা করেন তিনি। নগর উন্নয়নের জন্য আর্থিক সহায়তা যে জরুরি, এটি তিনিই প্রথম সামনে এনেছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের বাসস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এই বইটি মূলত তাঁর বক্তৃতার সংকলন। তরুণ স্থপতিদের উদ্দেশে চিঠির আকারে তিনি কিছু বক্তৃতা দিয়েছিলেন। এই চিঠিগুলো ভারতীয় উপমহাদেশের ছাত্র ও তরুণ পেশাজীবীদের সঙ্গে তাঁর ক্রিয়া-প্রতিক্রিয়া। এই মিথস্ক্রিয়া ভারতের চণ্ডীগড় থেকে শুরু করে কলকাতা ও উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হয়। প্রতীক বর্ধনের সুখপাঠ্য অনুবাদে বইটি স্থপতিদের যেমন কাজে লাগবে, তেমনি সাধারণ পাঠকও ভাবনার খোরাক পাবেন।

রুশ বিপ্লবের শতবর্ষ: রুশ বিপ্লবের প্রবন্ধ সংকলন
সম্পাদনা: হাসান তারেক
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা, প্রকাশক: দ্যু প্রকাশন, ঢাকা, প্রকাশকাল: অক্টোবর ২০১৭, দাম: ৬৫০ টাকা।

১৯১৭ সালের রুশ বিপ্লব পৃথিবীকে পাল্টে দিতে বড় ভূমিকা রেখেছিল। কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছিল এই বিপ্লব। গেল বছর সাড়ম্বরে পালিত হলো এই বিপ্লবের শতবর্ষ। এই বিপ্লবের ফলস্বরূপ কত কিছু ঘটে গেল পৃথিবীতে! ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে বাংলা অঞ্চলে এই বিপ্লবের ঢেউ ছিল খুব তীব্র। শতবর্ষে রুশ বিপ্লব নামের এই সংকলনটি বিপ্লবের মূল মন্ত্রগুলো আবার দুই মলাটের ভেতরে গ্রথিত করেছে। সংকলনটি তিন ভাগে বিভক্ত। বিশ্বের মনীষীদের লেখা নিয়ে এক ভাগে আছে ‘বিশ্ব মনীষা’, ভারতীয় মনীষীদের লেখা নিয়ে আছে ‘ভারতীয় মনীষা’ এবং বাংলাদেশি মনীষীদের লেখায় সমৃদ্ধ হয়ে ‘বাংলাদেশি মনীষা’। এখানে যেমন ভ্লাদিমির ইলিচ লেলিন, জোসেফ স্টালিন, মাও সে তুং, রোজা লুক্সেমবার্গের লেখা আছে, রয়েছে জওহরলাল নেহরু, মুজাফ্‌ফর আহমদ প্রমুখের লেখাও। একই সঙ্গে বাংলাদেশি প্রাবন্ধিকদের লেখাও বইয়ের সৌকর্য বাড়িয়েছে। রুশ বিপ্লবকে জানতে বইটি বেশ কার্যকর ভূমিকা রাখবে।