চোর-চোট্টার কাব্য

পুনরাবর্ত বিষম, অসমীচীন।

দমনকালের গরগর গড় গানে

কেন মনে রাখো জীবের জন্মদিন?

ডালিমের ডানা পাখির চেয়েও দ্রুত;

সংশয়-ছেঁড়া, যথার্থ উড্ডীন।

টুংটাংটুং...কাটা-শ্বাস, চিনচিন...

এই চুল-ছেঁড়া যেন বা সময়োচিত,

অসময়ে সমবয়সেরা নির্জিত।

নির্লজ্জের শহরে লাজুক চোর—

মড়া টানো তুমি, ইহ জীবনের মড়া—

টানো সে-বিবরে—সেই অভ্যন্তর!—

যেথা কঙ্কালে-কঙ্কালে হাত ধরা।