কবিতা লেখার নামে

কবিতা লেখার নামে

আমিও লিখেছি যা যা

এতকাল, গতকালও

লিখে করি ঘষামাজা

কেন না লেখার পরও

কত হতে থাকে লেখা

যেমন, ছাপার পরও

কাজ, নিজে পড়ে দেখা

আমিও মজেছি কামে

কবিতা লেখার নামে

নিজেকে চিনতে চেয়ে

কার দিকে তাকিয়েছি

কার কাছে যেতে গিয়ে

কার কাছে চলে গেছি!

কার চোখে ছিল ঝিল

কার বুকে ধারাপাত

কার কোলে পাঠশালা

বৃষ্টিতে ভেজে রাত

অতি দূর গাগনিক

কোনো এক পাখি, নীল

আমাকে বলেছে কথা—

যার চোখই সদা ঝিল

ঝিল-টিল কী-বা আর

রোজ রাতে নক্ষত্র

কেনা-বেচা করি দামে

কবিতা লেখার নামে

ফোটে ফুল লাল লাল

কৃষ্ণচূড়ার সারি

ছন্দে ছন্দে আমি

এই যা বলতে পারি

ভালোবাসা ডাকবেই

দ্যাখো, নাক কেন ঘামে

সবই তো লিখে যাচ্ছি

কবিতা লেখার নামে—

রক্ত তো রক্ত নয়

ঘেমে ওঠে ঘামে

কবিতা লেখার নামে