ময়না

ধানখেত যদি পার হয়ে যাই

কী হবে বল তো, ময়না

উৎখাত হই? এখানে বৃষ্টি

আদিকাল থেকে হয় না

এখানে সৃষ্টি হয় না তেমন

বিস্ময়কর বাণী

খাঁ খাঁ রোদ্দুর ফাটা প্রান্তর

মরে যাব আমি, রানি

তৃষ্ণায় ফেটে চৌচির হয়ে

খ্রিষ্টীয় কোনো অব্দ

প্রেয়সীর বুকে গম্ভীর নাদে

হলো আজ নিস্তব্ধ

এই বঙ্গীয় সমাজের শত

মানবীয় আখ্যানে

তোমারে তো আমি আরাধনা করি

আমার কবিতা-গানে