নির্মলেন্দু গুণের প্রেমের কবিতা

নির্মলেন্দু গুণ। ছবি: খালেদ সরকার
নির্মলেন্দু গুণ। ছবি: খালেদ সরকার

ওষ্ঠফুল
তোমার ওষ্ঠে যখন
হাসির ফুল ফোটে,
অধর থাকে পাহারায়।
তোমার একটি হাসিও
যেন না হারায়।

আমার কী ভালো যে লাগে!
আমি মুগ্ধ হয়ে দেখি
তোমার অধরোষ্ঠের খেলা।
ভাবি, আহা, কোন পাপে যে
আমি জন্মেছিলাম আগে।

তোমার ওষ্ঠফুল ফুটল,
যখন আমার সন্ধেবেলা।

♥১০ সেপ্টেম্বর ২০১৮, নয়াগাঁও, ঢাকা।

তুমি, হে সুন্দর
তুমি সুন্দর একটু কমাও তো!
তাকে একটু থামতে বল, প্লিজ।
আমি তো তোমার মুখের দিকে
একেবারে তাকাতেই পারছি না।

বোরখা না-ই পরতে চাও যদি,
ওড়না দিয়ে ঢাকো চোখ-মুখ।
কালো ওড়না না পরাই ভালো,
তাতে বরং উল্টো ফলই হবে।

না, এইভাবে চলতে পারে না।
যদি গাছের পাতাগুলিও শেষে
ফুলের মতো ফুটতে শুরু করে—
ধরিত্রীর ধ্বংস তবে অনিবার্য।

বেঁচে থাকবে তুমি, হে সুন্দর!

৯ সেপ্টেম্বর ২০১৮, নয়াগাঁও, ঢাকা।