তন্দ্রা

যখন রাইখা আসি একাত্তরে

ও সখি তোমায় রক্তি নদীর পাড়ে

তোমার জন্য কান্দে আমার উড়াল পঙ্খি নাও

দেখো দেখি আমি কান্দি তুমি কান্দো—কান্দে হাওড় বাঁও

তুমি কার লাগিয়া বনবাসে সীতা হইতে রাজি

তুমি কার লাগিয়া সংসার ছেড়ে সন্ন্যাস নিলে আজি

কেন তুমি দুঃখ বেছে নাও

দিবার ঘরে বসত করে রাত্রি খুঁজে পাও?

রাত্রি যদি তোমার হইত, জোছনা তোমার ফুল

তুমি ভুল বাগানের বুকে শুয়ে বিরহী ব্যাকুল

চুল ছড়াইয়া নাও দৌড়াইয়া পায়ের নাগাল পাও

পায়ে–পায়ে খুঁজলে তবে হাজার ঘাটের নাও

এই পরানে তোমার পরান বান্ধা জনমভর

মনের আগুন মন ভুলেছে—সনটি একাত্তর

ঘর ছেড়েছে বাউল বিরাই কলেজ পড়া ছেলে

ঠেলেঠুলে ফকির সবাই আসল কে কোন কালে?

রাইখা আসি রক্তি তোমায় একাত্তরের রাতে

হাজার বছর পার হয়ে যায় এ কোন তন্দ্রাতে?