মুখোশের অন্তরালে মুখ

>ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলেছ মুখোশ প্রদর্শনী। ‘মুখোশের অন্তরালে-৩’ শীর্ষক এই প্রদর্শনীতে চারুকলা অনুষদের সাবেক সাত শিক্ষার্থীর শিল্পকর্ম স্থান পেয়েছে। মুখোশগুলো তৈরিতে প্রধানত ব্যবহৃত হয়েছে কাঠ, কাপড় ও ধাতু। মুখোশ তৈরির ঐতিহ্যবাহী রীতির সঙ্গে মিলেছে তরুণ শিল্পীদের আধুনিক ধ্যানধারণা। ১৯ নভেম্বর অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শনী শুরু হয়। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ছবিগুলো শুক্রবারের।
শিল্পী নামিরাহ ফারজানার দুটি কাঠের মুখোশ।
শিল্পী নামিরাহ ফারজানার দুটি কাঠের মুখোশ।
মো. জাকির হোসেনের মিশ্র মাধ্যমে তৈরি ‘বুনো রানি’।
মো. জাকির হোসেনের মিশ্র মাধ্যমে তৈরি ‘বুনো রানি’।
জংলি রাজা ও রানি। শিল্পী : মো. জাকির হোসেন।
জংলি রাজা ও রানি। শিল্পী : মো. জাকির হোসেন।
শিল্পী নামিরাহ ফারজানার আরেকটি শিল্পকর্ম।
শিল্পী নামিরাহ ফারজানার আরেকটি শিল্পকর্ম।
শিল্পী তুষার দের ‘রাজা’, ‘বৃহন্নলা’ (মাঝখানে) ও ‘মৎস্য-মানব’।
শিল্পী তুষার দের ‘রাজা’, ‘বৃহন্নলা’ (মাঝখানে) ও ‘মৎস্য-মানব’।
শিল্পী তাহমিনা সুলতানার বর্ণিল মুখোশ।
শিল্পী তাহমিনা সুলতানার বর্ণিল মুখোশ।
শিল্পী মো. জাকির হোসেনের ‘জংলি রাজা’।
শিল্পী মো. জাকির হোসেনের ‘জংলি রাজা’।
শিল্পী সজীব পলের কাঠের মুখোশ।
শিল্পী সজীব পলের কাঠের মুখোশ।
‘নীল-মানব’। শিল্পী: মো. জাকির হোসেন
‘নীল-মানব’। শিল্পী: মো. জাকির হোসেন
অনেকেই আসছেন মুখোশ দেখতে। শিশুদের উৎসাহ বেশি।
অনেকেই আসছেন মুখোশ দেখতে। শিশুদের উৎসাহ বেশি।