বিজয় সেশাদ্রির কবিতা

কবিতায় এ বছর ৯৮তম পুলিৎজার পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কবি বিজয় সেশাদ্রি। তাঁর পুরস্কারপ্রাপ্তির মাধ্যমে দীর্ঘদিন পর আবার ভারতে ফিরে এল পুলিৎজার

বিজয়  সেশাদি
বিজয় সেশাদি

অবাস্তব সংখ্যা
জগৎ বিলীন হলে তবু যে পর্বত রয় অবিচল
ছোট বা বড় নয় সে, এরা আসলে একটা
তুলনামূলক প্রকরণ,
সে পর্বতের সঙ্গে কার তুলনা চলে, যা আসলে
দাঁড়িয়ে থাকে সমস্ত বিলীনের পরও।
চেতনা লক্ষ করে আর শান্ত হতে থাকে।
আত্মা হামাগুড়ি দেয় নুড়িপাথরের জমিনে।
আত্মা,

ঋণাত্মক ১-এর বর্গমূলের মতো, একটি অসম্ভাব্যতা—
যা প্রয়োজনীয়!

প্রত্যাবর্তন
বিস্মৃতিতে চলে যাবার বহুকাল পর,
উপকূল থেকে তার কথা ভেসে আসছিল
আমাদের জানান দিতে, সে এখানে আছে
অন্য কারও সময়ের ভেতরে, ভিন্ন কোনো স্থানে।

সেখানে আইভিলতার উদ্যানে সে থাকে
মুণ্ডিত মাথায়, বদলে যাওয়া চেহারায়, বলিরেখা
দেখা যায় চোখের নিচে। অনুমান করি যদিও
সে এখনো তরুণ ও প্রাজ্ঞ,

এবং বুঝে নিয়েছে—ওখানে, এখানে সবই এক—।
কালো সিংহাসনে তারাদের দোলাচল আর
ত্বক ফুঁড়ে বের হয় তাপ—
মনস্থ করেছে সে আসবে না ফিরে।

সবই তো এক, অসীম সমুদ্র শুধু হাতড়ে বেড়ায়
নিজেরই কূলে আর বলে চলে সকলই এক—
আর যদি সে ঝাঁপ দেয়, কিছুই বদলাবে না,
কেননা পুনরাবৃত্তিময় এই ভেসে ওঠা আর
সাঁতরে চলে যাওয়া।
অনুবাদ: তারিক টুকু