default-image

ঢাকার কাছে গাজীপুরের একটি অবকাশ যাপন কেন্দ্রে বেড়াতে যাওয়া একই মালিকানাধীন দুটি বেসরকারি প্রতিষ্ঠানের দুজন কর্মী মারা গেছেন। এ ছাড়া কয়েকজন রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে দুজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।


সূত্র জানিয়েছে, ওই প্রতিষ্ঠান দুটির ৪০ জনের মতো কর্মী শুক্রবার অবকাশ যাপনে যান। সেখান থেকে ফেরার পথে একসঙ্গে প্রায় ১০ জন অসুস্থ বোধ করতে শুরু করেন। তাঁদের দুজন পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় গত রাত পর্যন্ত কোনো মামলা হয়নি।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন