অভিবাসন ও উন্নয়নবিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসের নতুন কমিটি
অভিবাসন ও উন্নয়নবিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে গাইবান্ধা-১ আসনের সাংসদ শামীম হায়দার পাটোয়ারীকে সভাপতি, সাবেক সাংসদ হোসনে আরা লুৎফাকে সহসভাপতি ও মাহজাবিন খালেদকে সদস্যসচিব নির্বাচন করা হয়। আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল আয়োজনে নতুন কমিটি ঘোষণা করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
২০১৭ সালের ৩১ মার্চ সাংসদ ইসরাফিল আলমের নেতৃত্বে সংসদে সুনির্দিষ্টভাবে অভিবাসন–সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরার লক্ষ্যে অভিবাসন ও উন্নয়নবিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসের যাত্রা শুরু হয়। ককাস সাবেক ও বর্তমান সাংসদদের সমন্বয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করে আসছে।
অভিবাসনের গুরুত্ব বিবেচনায় ও বর্তমান করোনা মহামারির সময়ে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে বর্তমান কমিটি গঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফজলে রাব্বী মিয়া অভিবাসন ও উন্নয়নবিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসকে অন্যতম কার্যকর ককাস হিসেবে উল্লেখ করেন এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আহ্বান জানান।
অনুষ্ঠানে হোসনে আরা লুৎফার সভাপতিত্বে ও ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন শামীম হায়দার পাটোয়ারী ও মাহজাবিন খালেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮–এর সাংসদ ফখরুল ইমাম, নীলফামারী-৪–এর সাংসদ আহসান আদেলুর রহমান, সাবেক সাংসদ সেলিনা জাহান, রোকসানা ইয়াসমিন, রামরুর নির্বাহী পরিচালক সি আর আবরার, বিএনএসকের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, বমসার পরিচালক ফরিদা ইয়াসমিন, আইআইডির নির্বাহী পরিচালক সাইদ আহমেদ, ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তা শিরিন লিরা প্রমুখ। বিজ্ঞপ্তি