ব্রিটিশ সরকারের সম্মানজনক অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার উপাধিতে ভূষিত হওয়ায় জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক সালিমুল হককে সংবর্ধনা দিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-আইইউবি।

রোববার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবির ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সালিমুল হক আইইউবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কর্মরত।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এসডিজি সমন্বয়ক এবং বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত আবুল কালাম আজাদ বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইইউবির উপাচার্য তানভীর হাসান। আইইউবি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এ মতিন চৌধুরী এ সময় বক্তব্য দেন। আইইউবির সহ–উপাচার্য নিয়াজ আহমেদ খান অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।