অস্ত্রসহ আটক

নাটোর শহরের বনবেলঘরিয়ায় এক বাসযাত্রীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর কার্যালয়ের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় তাঁরা বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁচকাশুপুর এলাকার তৌহিদুল ইসলামের দেহ তল্লাশি করে পিস্তল ও গুলিগুলো উদ্ধার করেন।