আইএসপিআরের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে বই
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ৫০ বছরে পদার্পণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমর দর্শন ও সশস্ত্র বাহিনী’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল ঢাকা সেনানিবাসে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বইটি প্রকাশও করেছে তারা। এ বইতে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর থেকে মুক্তিযুদ্ধ, বিজয় দিবস এবং পরবর্তী তিন বছর তাঁর শাসনামলের সমর দর্শন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এ ছাড়া স্বাধীন বাংলাদেশে সশস্ত্র বাহিনী কীভাবে গঠিত হয় ও বাহিনীগুলোর আধুনিকায়ন সম্পর্কেও তুলে ধরা হয়েছে বইটিতে।
আইএসপিআরের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে বৃক্ষ রোপণ করা হয় এবং কেক কাটা হয়। এ সময় আইএসপিআরের সব সদস্যকে যুগের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীর প্রচার ও জনসংযোগকাজ সম্পন্নের আহ্বান জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল। এ ছাড়া আইএসপিআরের কার্যালয় পরিদর্শন করেন এবং সব পদবির কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি।
এ অনুষ্ঠানে যোগ দেওয়ায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।