আইল্যান্ড পিকের চূড়ায় উঠে ধর্ষণবিরোধী বার্তা শায়লার
হিমালয়ের ৬১৬০ মিটার উঁচু আইল্যান্ড পিক জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী শায়লা বিথী। তিনি গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে পর্বতটির চূড়ায় পৌঁছান। কাঠমান্ডু থেকে রওনা দিয়ে ১১ দিনে হিমালয়ের এই পর্বতটি জয় করেন তিনি।
এ অভিযানে আইল্যান্ড পিকের চূড়ায় বাংলাদেশের জাতীয় পতাকা এবং ধর্ষণ, সাম্প্রদায়িকতা বিরোধী ও পরিবেশসহ নানা বার্তা সংবলিত প্ল্যাকার্ডও বহন করেন।
অভিযানে শায়লা বিথী হিমালয়ের বিখ্যাত ‘থ্রি পাস’ পাড়ি দেন। তিনি গত ৬ নভেম্বর কঙ্কমালা পাস, ৪ নভেম্বর চোলা পাস, ২ নভেম্বর রেঞ্জোলা পাস পাড়ি দেন। অভিযানে শায়লা বিথীর সঙ্গে একজন নেপালি শেরপা ও একজন পোর্টার (মালামাল বহনকারী) ছিলেন।
হিমালয়ের ৬৪৭৪ মিটার উঁচু মেরা পিক চূড়ায় পৌঁছে ২০১৬ সালে প্রথম পর্বত জয় করেন শায়লা বিথী। এরপর ২০১৮ সালে তিনি তিব্বতের ৭০৪৫ মিটার উঁচু লাকপারি পর্বত জয় করেন। ২০১৯ সালে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের দুর্গম তাশি লাপচা পাস অতিক্রম করেন।