default-image

ক্রিকেট বিশ্বকাপে প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে আজ শুক্রবার সারা দেশে এক হচ্ছে বাংলাদেশ দলের ফ্যানাটিক সাপোর্টাররা। ৬৪ জেলায় একযোগে এ অনুষ্ঠানের আয়োজন করছে গ্রামীণফোন ও প্রথম আলো। 
ঢাকায় অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটা থেকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। অন্য ছয় বিভাগীয় শহরে একই সময়ে অনুষ্ঠান হবে একটু বড় পরিসরে। থাকছে কনসার্ট। এতে অংশ নেবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড দলগুলো। ৫৭ জেলায় অনুষ্ঠান শুরু হবে বেলা সাড়ে তিনটায়।
অনুষ্ঠানে প্রবেশ টিকিট হিসেবে আজ অথবা গতকালের প্রথম আলোতে ‘চলো বাংলাদেশ’ অনুষ্ঠান নিয়ে প্রকাশিত বিজ্ঞাপনটি সঙ্গে আনতে হবে।
অনুষ্ঠানটি চ্যানেল আই, মাছরাঙা, এনটিভি, বাংলা ভিশন, বৈশাখী টিভি, চ্যানেল নাইন, এশিয়ান টিভি, মাই টিভি, ইটিভি, আরটিভি, এটিএন নিউজ, যমুনা টিভি ও জিটিভি সরাসরি সম্প্রচার করবে।
৬৪ জেলায় অনুষ্ঠানস্থল:
ঢাকা বিভাগ: ঢাকা: শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর; ফরিদপুর: কবি জসীমউদ্দীন হল; গাজীপুর: জেলা শিল্পকলা একাডেমী; গোপালগঞ্জ: বঙ্গবন্ধু কলেজ মিলনায়তন; জামালপুর: জেলা শিল্পকলা একাডেমী; কিশোরগঞ্জ: প্রেসক্লাব মিলনায়তন; মাদারীপুর: পাবলিক লাইব্রেরি মিলনায়তন; মানিকগঞ্জ: সাংস্কৃতিক বিপ্লবী সংঘ মিলনায়তন; মুন্সিগঞ্জ: জেলা শিল্পকলা একাডেমী; ময়মনসিংহ: জেলা শিল্পকলা একাডেমী; নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ উচ্চবিদ্যালয় মিলনায়তন; নরসিংদী: আবদুল কাদির মোল্লা সিটি কলেজ মিলনায়তন; নেত্রকোনা: নেত্রকোনা পাবলিক হল; রাজবাড়ী: সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তন; শরীয়তপুর: পৌর মিলনায়তন; শেরপুর: শেরপুর পৌর মিলনায়তন; টাঙ্গাইল: ভাসানী হল।
বরিশাল বিভাগ: বরিশাল: বরিশাল ক্লাব ইনডোর স্টেডিয়াম; বরগুনা: জেলা শিল্পকলা একাডেমী; ভোলা: মোজাম্মেল হক টাউন হল; ঝালকাঠি: জেলা শিল্পকলা একাডেমী; পটুয়াখালী: জেলা শিল্পকলা একাডেমী; পিরোজপুর: জেলা শিল্পকলা একাডেমী।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম: জিমনেসিয়াম; বান্দরবান: উপজেলা পরিষদ মিলনায়তন; ব্রাহ্মণবাড়িয়া: সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন; চাঁদপুর: জেলা শিল্পকলা একাডেমী; কুমিল্লা: বীরচন্দ্রনগর মিলনায়তন (কুমিল্লা টাউন হল); কক্সবাজার: সাংস্কৃতিক কেন্দ্র; ফেনী: সেলিম আলভী মিলনায়তন (জেলা পরিষদ); খাগড়াছড়ি: অফিসার্স ক্লাব মিলনায়তন; লক্ষ্মীপুর: নাসির আহমেদ ভূঁইয়া মিলনায়তন; নোয়াখালী: পৌর মিলনায়তন; রাঙামাটি: জেলা শিল্পকলা একাডেমী।
খুলনা বিভাগ: খুলনা: নেভি ফেয়ার ওয়ে মিলনায়তন; চুয়াডাঙ্গা: শ্রীমন্ত টাউন হল; যশোর: জেলা শিল্পকলা একাডেমী; ঝিনাইদহ: জেলা শিল্পকলা একাডেমী; কুষ্টিয়া: জেলা শিল্পকলা একাডেমী; মাগুরা: আসাদুজ্জামান মিলনায়তন; মেহেরপুর: জেলা শিল্পকলা একাডেমী; নড়াইল: জেলা শিল্পকলা একাডেমী; সাতক্ষীরা: জেলা শিল্পকলা একাডেমী; বাগেরহাট: বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তন।
রাজশাহী বিভাগ: রাজশাহী: জেলা শিল্পকলা একাডেমী; বগুড়া: হীদ টিটু মিলনায়তন; জয়পুরহাট: জেলা পরিষদ মিলনায়তন; নওগাঁ: করোনেশন হল সোসাইটি; নাটোর: মহারাজা জে এন স্কুল অ্যান্ড কলেজ; চাঁপাইনবাবগঞ্জ: শহীদ সাটু হল; পাবনা: মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণ; সিরাজগঞ্জ: মওলানা ভাসানী মিলনায়তন।
রংপুর বিভাগ: রংপুর: শহীদ স্মৃতি মিলনায়তন; দিনাজপুর: জেলা শিল্পকলা একাডেমী; গাইবান্ধা: জেলা শিল্পকলা একাডেমী; কুড়িগ্রাম: জেলা শিল্পকলা একাডেমী; লালমনিরহাট: জেলা পরিষদ মিলনায়তন; নীলফামারী: জেলা শিল্পকলা একাডেমী; পঞ্চগড়: জেলা শিল্পকলা একাডেমী; ঠাকুরগাঁও: জেলা শিল্পকলা একাডেমী।
সিলেট বিভাগ: সিলেট: ইনডোর স্টেডিয়াম; হবিগঞ্জ: জেলা শিল্পকলা একাডেমী; মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তন; সুনামগঞ্জ: সুরমা রিভার ভিউ মিলনায়তন।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন