আজ মেলার দ্বার খুলবে সকালে

১৯৭১ ও আমার সামরিক জীবন-আমীন আহম্মেদ চৌধুরী
১৯৭১ ও আমার সামরিক জীবন-আমীন আহম্মেদ চৌধুরী

দুই মলাটে বাঁধা নতুন বইয়ের গন্ধটাই অন্য রকম। আধুনিক প্রযুক্তির যুগে ই-বুকের প্রচলন বাড়লেও কাগজের বইয়ের আবেদন কমেনি। নতুন নতুন বইয়ের গন্ধ উপভোগের জন্যই প্রতিদিন মেলায় আসেন অনেক বইপ্রেমী।
অপর দিকে প্রকাশকেরা প্রথম সপ্তাহের মধ্যেই তাঁদের পরিকল্পিত বেশির ভাগ বই মেলায় নিয়ে আসার চেষ্টা করেন এবং এবারও তার ব্যতিক্রম ঘটছে না।
আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। ফেব্রুয়ারি মাসে এ দিনের অপেক্ষায় থাকেন প্রকাশকেরা। বেলা ১১টায় মেলার দ্বার খুলবে। এবারের মেলার প্রথম ‘শিশু প্রহর’ আজ। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পুরো সময়টাই শিশুদের জন্য। মাঝে বিরতি দিয়ে বেলা তিনটায় আবার খুলবে মেলার দ্বার।
গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও গ্রন্থমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ঠিক এর বিপরীত পাশে সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশে আয়োজন করা হয়েছে। এর মধ্যে মননশীল ও জনপ্রিয় বইয়ের প্রকাশকেরা তাঁদের বইয়ের পসরা সাজিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানের অংশে। পাশাপাশি এবার মেলার শিশু কর্নারটিকে নিয়ে যাওয়া হয়েছে মেলার বর্ধিত অংশের সোহরাওয়ার্দী উদ্যানে। বরেণ্য শিশুসাহিত্যিক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের নামে এবারের শিশু কর্নারটি সাজানো হয়েছে। শিশু কর্নারে রয়েছে ৩৯টি শিশু প্রকাশনা সংস্থা।

নরসিংদীর স্থাননাম  উৎস ও বৈশিষ্ট্য সন্ধান-মুহাম্মদ হাবিবুল্লা পাঠান
নরসিংদীর স্থাননাম উৎস ও বৈশিষ্ট্য সন্ধান-মুহাম্মদ হাবিবুল্লা পাঠান

গতকাল বিকেলে নজরুল মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন করতে এসেছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তিনি দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, প্রতিবছর মেলার পরিসর বাড়ছে। মানুষের উপস্থিতিও বাড়ছে। যতই ই-বুক আসুক, কাগজের বইয়ের আবেদন কমবে না। কাগজের বই স্পর্শের আলাদা অনুভূতি আছে।
বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে দেখা গেল অর্থনীতিবিদ রেহমান সোবহানকে। তিনি বলেন, ‘মেলায় এলাম। ঘুরছি। বই দেখছি।’ কথাসাহিত্যিক আনিসুল হককে দেখা গেল ভক্ত পরিবেষ্টিত। নতুন বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন। গতকাল দেখা মিলল বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি এবং আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণির। বললেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে সকল প্রকাশকের থাকার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। বাংলা একাডেমি প্রাঙ্গণে কিছু প্রকাশককে জায়গা দেওয়া হয়েছে, যাঁরা পাইরেটেড (নকল) বই বিক্রি করছেন।’ স্টল বিন্যাসে এবারও ত্রুটি আছে বলে মন্তব্য করেন তিনি।
বিকেলে ভিড় দেখা গেল প্রথমা প্রকাশনের সামনে। এ প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি জানালেন, প্রথমার এবারের বইগুলোর মধ্যে চলছে আমীন আহম্মেদ চৌধুরীর ১৯৭১ ও আমার সামরিক জীবন, মঈদুল হাসানের উপধারা একাত্তর: মার্চ-এপ্রিল, শাকুর মজিদের ১০ সদর স্ট্রিট: রবীন্দ্রনাথের কলকাতা, বিশ্বজিৎ চৌধুরীর প্রেম-বিরহের উপন্যাস হে চন্দনা পাখিসহ বেশ কিছু নতুন বই। এর মধ্যে ১৯৭১ ও আমার সামরিক জীবন বইয়ে আমীন আহম্মেদ চৌধুরী প্রাক্-মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকালের এমন অনেক ঘটনার বর্ণনা দিয়েছেন, যা এই প্রথম লিপিবদ্ধ হলো।

বহিরাগত-জাকির তালুকদার
বহিরাগত-জাকির তালুকদার

পুরোনো বইয়ের মধ্যে এখনো বিক্রির শীর্ষে একাত্তরের চিঠি। এ ছাড়া মুহাম্মদ হাবিবুর রহমানের প্রবন্ধ নাগরিকদের জানা ভালো, আকবর আলি খানের আজব ও জবর-আজব অর্থনীতি ইত্যাদি।
বাংলা একাডেমির তথ্যমতে, বৃহস্পতিবার নতুন বই এসেছে ৯৩টি। বিভাস এনেছে হাসান হাফিজুর রহমানের বিমুখ প্রান্তর, অন্যপ্রকাশ থেকে জ্যোতিপ্রকাশ দত্তের অমল তরণী তার, নন্দিতা প্রকাশ এনেছে রণজিৎ বিশ্বাসের ভয়াবহ সুন্দর একটি লাল জামার গল্প, মুহম্মদ নূরুল হুদার জোড়া উপন্যাস, আজমাইন পাবলিকেশন এনেছে ফজলুল হক খানের গাণিতিক বিশ্লেষণে এক বিস্ময়কর গবেষণা গ্রন্থ: আল-কুরআনে ১-এর মো’জেযা।

হে চন্দনা পাখি-বিশ্বজিৎ চৌধুরী
হে চন্দনা পাখি-বিশ্বজিৎ চৌধুরী

আজ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা: বই কেনাবেচার পাশাপাশি আজ থাকছে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু চিত্রাঙ্কন। অমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে আজ সকাল সাড়ে আটটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী।
বিকেল চারটায় গ্রন্থমেলার মূল মঞ্চে বাংলা একাডেমির ‘হীরকজয়ন্তী: অভিধান ও ব্যাকরণ কর্মসূচি, অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক স্বরোচিষ সরকার। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী, অধ্যাপক হাকিম আরিফ ও অধ্যাপক মোহাম্মদ আজম। সভাপতিত্ব করবেন অধ্যাপক আহমদ কবির। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।