নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে হালিমা ও হাবিবা (৩) নামে যমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুটকিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। দুই বোন ওই গ্রামের মোতাহার হোসেনের মেয়ে।
পুলিশ ও ওই দুই বোনের পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় দুই বোন বাড়ির আঙিনায় খেলা করছিল। খেলা করার কোনো একপর্যায়ে দুই বোন সবার অজান্তে বাড়ির নিচে জলাবদ্ধ বন্যার পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে ভাসমান থাকা অবস্থায় তাদের লাশ উদ্ধার করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যার এ সময় শিশুদের নিয়ে সব পরিবারকে বাড়তি সতর্কতা নিতে হবে।
বিজ্ঞাপন
মন্তব্য করুন