আবাসিক হোটেলের বার খুলছে

দেশের হোটেলগুলোর বার বন্ধের নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের বারগুলো বন্ধের নির্দেশ দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি গতকাল বার খোলার অনুমতি দিল। খোলা যাবে শুধু আবাসিক হোটেলের বারগুলো।

অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে সংস্থার পরিচালক মো. হামিমুর রশীদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১ মার্চ, ২০২০ তারিখের স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে হোটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বারসমূহ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। বর্তমানে শুধু আবাসিক হোটেলের বারসমূহের (যেসব হোটেলে আবাসন ব্যবস্থা ও বার রয়েছে) কার্যক্রম চালু করার অনুমতি দেওয়া হলো।’

দেশে ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় সংক্রমিত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন। এ সময় করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪০ জন।