আবু রুশ্দ সাহিত্য পুরস্কার পেলেন আনোয়ারা সৈয়দ হক ও ওয়াসি আহমেদ
আনোয়ারা সৈয়দ হককে ‘চোখ’ ও ওয়াসি আহমেদকে ‘বরফকল’ উপন্যাসের জন্য ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার’ ২০২১ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আবু রুশদ্ মতিনউদ্দিনের স্মরণে গঠিত আবু রুশদ্ স্মৃতি পর্ষদের সাম্প্রতিক এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া সভায় পাপড়ি রহমান ও মাহমুদ আখতার শরীফকে যথাক্রমে তাঁদের উপন্যাস ‘নদীধারা আবাসিক এলাকা’ ও ‘মানুষ হবার কাল্পনিক গল্প’–এর জন্য ‘আবু রুশ্দ সৃজনশীল সাহিত্য স্বীকৃতি পদক’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
আবু রুশ্দ সাহিত্য পুরস্কার বিজয়ীরা পাবেন ৫০ হাজার টাকা ও একটি সনদ। আবু রুশ্দ সৃজনশীল সাহিত্য স্বীকৃতি পদক পাওয়া লেখকেরা পাবেন একটি পদক ও সনদ। আগামী বছর এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হবে।
দেশে শিক্ষা-গবেষণা ও সাহিত্য–সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে আবু রুশ্দ স্মৃতি পর্ষদ কাজ করছে। প্রতিবছর আবু রুশ্দ–এর জন্মদিবস ২৫ ডিসেম্বর সাহিত্যের বিভিন্ন শাখায় বাংলাদেশি লেখকদের সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হবে।
আবু রুশ্দ স্মৃতি পর্ষদের অন্য সদস্যদের মধ্যে আছেন এম সাইদুজ্জামান, মেজর জেনারেল (অব.) এফ আর মামুন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সেলিনা হোসেন, খুশী কবির, সারা যাকের, আবু কামাল, শাহীন রুশদ ও ড. এস এস এম সাদরুল হুদা।