আবেদন খারিজ, জামিন হয়নি ফারমার্স ব্যাংকের বাবুল চিশতীর
ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় করা মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর এবার হাইকোর্ট থেকেও জামিন পাননি ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী। যিনি বাবুল চিশতী নামেও পরিচিত।
ওই মামলায় মাহবুবুল হক চিশতীর জামিন প্রশ্নে রুল আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ওই মামলায় বাবুল চিশতীর জামিন প্রশ্নে ৬ জুন হাইকোর্ট রুল দিয়েছিলেন। কেন তাঁকে জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছিল।
আদালতে বাবুল চিশতীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, বাবুল চিশতীর বিরুদ্ধে মানি লন্ডারিং ও অর্থ পাচারের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এটি স্পর্শকাতর একটি মামলা, যেখানে একটি ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং-ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মামলায় বাবুল চিশতীর বিরুদ্ধে আসা অপরাধের গুরুত্ব বিবেচনা করে হাইকোর্ট চিশতীর জামিন প্রশ্নে রুল খারিজ করে রায় দিয়েছেন।
এর আগে গত ২৯ মে ঢাকার মহানগর দায়রা জজ বাবুল চিশতীর জামিন আবেদন নাকচ করেন। এর বিরুদ্ধে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি, যার ওপর শুনানি নিয়ে হাইকোর্ট তাঁর জামিন প্রশ্নে রুল দেন। এর আগে গত ১০ এপ্রিল রাজধানীর গুলশান থানায় চিশতীসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। এতে ১৬০ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। সেদিনই রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে বাবুল চিশতীকে গ্রেপ্তার করে দুদক।