বিএনপির ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম ওরফে কাইয়ুম কমিশনার বিবিসিকে বলেছেন, ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। তাঁকে ‘বলির পাঁঠা বানানো হচ্ছে’।
গতকাল বুধবার রাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, আবদুল কাইয়ুম অজ্ঞাত স্থান থেকে বিবিসির ঢাকা অফিসে ফোন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সিজার তাবেলা হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, সরকার তাঁকে এবং বিএনপিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়াতে চাইছে।
অজ্ঞাত স্থান থেকে নিজে থেকে ফোন করে কাইয়ুম বলেন, ‘তারা বড় ভাইয়ের কথা বলছে এবং বলছে তদন্ত চলছে। আর এর মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলেন আমার নাম। আমার সন্দেহ, যাদের ধরা হয়েছে তাদের দিয়ে আমার নাম বলানো হবে।’
বিএনপিকে জড়াতে হলে দলটির অন্য নেতাদের বাদ দিয়ে সরকার তাঁকে কেন টার্গেট করবে—এমন প্রশ্নের জবাবে কাইয়ুম বলেন, ‘যেহেতু আমি গুলশান এলাকার রাজনীতির সাথে জড়িত, হয়তো এটা বিশ্বাসযোগ্য করাতে আমাকে জড়ানো হয়েছে। আমি তো দেশের বাইরে, অসুস্থ।’