রাজধানীর আগারগাঁও তালতলা বাজারে রাস্তার পাশে রাখা স্টিলের আলমারি মাথায় পড়ে আবদুল খালেক (৪৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই বাজারের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন।

খালেককে উদ্ধারকারী দোকানি শাহ আলম বলেন, তালতলা বাজারে নিরাপত্তারক্ষীর কাজ করতেন খালেক। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বাজারে দায়িত্ব পালন করার সময় একটি দোকানের সামনের রাস্তায় রাখা স্টিলের আলমারি তাঁর মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা পৌনে ১১টার দিকে তিনি মারা যান।

শাহ আলম জানান, খালেকের বাড়ি লক্ষ্মীপুর রায়পুর উপজেলার উত্তর কেরুয়া গ্রামে। আগারগাঁও এলাকাতেই থাকতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।