চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রমজান আলী জয়ী হয়েছেন।
গতকাল বুধবার শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট নেওয়া শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটাররা। নির্বাচনে রমজান আলী (টেবিল ফ্যান) পেয়েছেন চার হাজার ১৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল আলম (অটোরিকশা) পেয়েছেন দুই হাজার ৫৫৭ ভোট। ইউনিয়নের মোট ভোটার ১৪ হাজার ৬০৬ জন।