শরীয়তপুরের জাজিরা উপজেলার প্রত্যন্ত সাকিম আলী মাতব্বর গ্রামের প্রকল্প-বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের ‘স্মার্ট ভিলেজ ন্যানো গ্রিড’ জাতিসংঘের জলবায়ু পুরস্কার ‘মোমেন্টাম ফর চেঞ্জ পদক’ ২০১৬-এ ভূষিত হয়েছে। এ জন্য মরক্কোর মারাক্কেশে জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রকল্পটির প্রধান গবেষক ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী, প্রকল্পের প্রযুক্তি উন্নয়ন ও সরবরাহকারী প্রতিষ্ঠান সোলশেয়ারের এমডি সেবাস্টিয়ান গ্রো, প্রকল্পের প্রযুক্তি পরিচালনাকারী এনজিও উপকূলীয় বিদ্যুতায়ন এবং মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক এম নাসির উদ্দিন ও গবেষণা প্রকল্পটির আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান ইটকলের পরিচালক এনামুল করিম পাভেলের হাতে পরস্কার তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি