ইউসেপ শিক্ষার্থীদের কাছে ইংল্যান্ড দলের পরাজয়
ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউআইএসটি) ছাত্রদের কাছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল পরাজিত হয়েছে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়েরা গতকাল বৃহস্পতিবার ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুল পরিদর্শনের সময় এই ম্যাচের আয়োজন করা হয়।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়েরা ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুল ঘুরে দেখেন ও ইউসেপের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান কার্যক্রমের প্রশংসা করেন। ব্রিটিশ সরকার ইউসেপ বাংলাদেশের অন্যতম দাতা সংস্থা।
এ সময় ইংল্যান্ড দলের অধিনায়ক বলেন, এই ছাত্রছাত্রীরা বাংলাদেশের জনগণের ক্রিকেটের প্রতি ভালোবাসাকে প্রতিফলিত করছে। পরিদর্শনের সময় এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রতি দলে ছয়জন করে দুই ওভারের খেলায় ইউসেপ দল হারিয়ে দেয় ইংল্যান্ড দলকে।
ইউসেপের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকী হাসান বলেন, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এই সফর ও প্রীতি ম্যাচের কথা ইউসেপের ছাত্রছাত্রীদের মনে অনেক দিন স্মৃতি হয়ে থাকবে।
বেসরকারি সংস্থা ইউসেপ-বাংলাদেশ সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশুদের আর্থসামাজিক উন্নয়নে আটটি জেলায় ৫৩টি সমন্বিত সাধারণ ও কারিগরি স্কুল এবং ১০টি টেকনিক্যাল স্কুলের মাধ্যমে কর্মসূচি পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।