ইয়াবা ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান বদির

যার বিরুদ্ধে মরণনেশা ইয়াবা পাচারের অভিযোগ, আওয়ামী লীগের সেই সাংসদ আবদুর রহমান বদিই এবার ইয়াবা ব্যবসা রোধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফের নেচারপার্কে ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান বদি।
কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি বলেন, ‘মরণনেশা ইয়াবা ব্যবসা ও পাচারের কারণে অনেক নিরীহ শ্রমিককে কারাগারে যেতে হয়েছে। আমি যেমন ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি, আপনারাও ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হউন। আজ যুবসমাজ ও আগামী প্রজন্মকে বাঁচাতে এবং জাতির স্বার্থে সকল পরিবহন শ্রমিককে ইয়াবা প্রতিরোধে শপথ নেওয়ার আহ্বান জানান।’
জনসভায় উপজেলা ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাঈমুল ইসলাম চৌধুরী টুটুল, টেকনাফ কার-নোহা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাম জালাল, কার-নোহা শ্রমিক সভাপতি আবদুল হক, পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইবনে আমিন প্রমুখ বক্তব্য দেন।