default-image

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ফারমার্স ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিন বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

একই সঙ্গে এ সময়ের মধ্যে দুদককে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে।

আইনজীবীর তথ্যমতে, ওই মামলায় গত বছরের ১৯ মে বিচারিক আদালত থেকে জামিন পান রাশেদুল হক চিশতী। এর বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে। এর ধারাবাহিকতায় রুল হয়। জামিনাদেশ কেন বাতিল হবে না, তা রুলে জানতে চাওয়া হয়।

এই রুল খারিজ করে ২৬ জানুয়ারি রায় দেন হাইকোর্ট। ফলে রাশেদ চিশতীর জামিন বহাল থাকে। এর বিরুদ্ধে দুদক আবেদন করে, যা আজ আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

বিজ্ঞাপন

আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। রাশেদ চিশতীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ এফ হাসান আরিফ, সঙ্গে ছিলেন আইনজীবী শাহরিয়া কবির।

ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, তাঁর স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতীসহ সাতজনের বিরুদ্ধে ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় মামলাটি করে দুদক।

বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন