এক সপ্তাহের মধ্যে নীলফামারীর ডিসি নিয়োগে পরিবর্তন

জনপ্রশাসন মন্ত্রণালয়

এক সপ্তাহ আগে নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিন। কিন্তু বুধবার নিয়োগের সেই আদেশ বাতিল করে আরেক কর্মকর্তাকে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নীলফামারীর নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন।

এর আগে ৫ জানুয়ারি দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। তার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিনও ডিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আলোচনা আছে, ‘রাজনৈতিক কারণে’ তাঁর নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।