এয়ারটেল-পারটেক্স স্টার গ্রুপের চুক্তি

এয়ারটেলের সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে পারটেক্স স্টার গ্রুপ। পারটেক্সের তেজগাঁও কার্যালয়ে সম্প্রতি চুক্তিটি সম্পাদিত হয়। এই চুক্তির আওতায় পারটেক্স স্টার গ্রুপ এয়ারটেলের সর্বোচ্চ মানের ভয়েস কল, ব্ল্যাকবেরি সেবা, টুজি ও থ্রিজি ইন্টারনেট সেবা উপভোগ করবে।
চুক্তিটি স্বাক্ষর করেন এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার রাজনীশ কওল এবং পারটেক্স স্টার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আজিজ আল
মাহমুদ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।