ওয়েট অ্যান্ড সি: এরশাদ প্রসঙ্গে আশরাফ

এইচ এম এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি (অপেক্ষা করুন, দেখুন কী হয়)।’

আজ বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন।

সৈয়দ আশরাফ বলেন, নির্বাচন যথাসময়ে হবে। এর কোনো হেরফের হবে না। আর এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।