বিজয় উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে অতিথিরা।
সংগৃহীত


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ ডিসেম্বর রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) শুরু হচ্ছে ‘বিজয় উৎসব’। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।


গতকাল বুধবার কম্পিউটার সিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। কম্পিউটার সিটি সেন্টারের ১ম থেকে ১০ম তলা পর্যন্ত মার্কেটের ৭৫০টি প্রতিষ্ঠানে বিজয় উৎসব উপলক্ষে প্রযুক্তিপণ্য ও কলাকৌশল প্রদর্শন করা হবে।

বিজয় উৎসবে থাকবে পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়, উপহার সামগ্রী। এ ছাড়া মুজিব শতবর্ষের আলোচনা সভা, সেমিনার, ডিজিটাল বাংলাদেশবিষয়ক বিশেষ প্রেজেন্টেশন, বিজয় উৎসব উপলক্ষে ফ্রি সার্ভিসিং, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে র‌্যালি ও বিভিন্ন অনুষ্ঠান।


সংবাদ সম্মেলনে কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহেসান, সাধারণ সম্পাদক সুব্রত সরকার, সাংগঠনিক সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ এস এম আনোয়ার আয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।