default-image

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি হওয়া পরপরই এক ব্যক্তি মারা গেছেন। পটুয়াখালী শহরের মাঝগ্রাম এলাকার ওই ব্যক্তির বয়স হয়েছিল ৬৫ বছর। আজ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবদুল মতিন।

ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. কামরুজ্জামান জানান, মারা যাওয়া ব্যক্তি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে আজ সকাল ১০টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি হওয়ার পরপরই তিনি মারা যান।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবদুল মতিন প্রথম আলোকে বলেন, করোনা উপসর্গ নিয়ে যেহেতু ওই ব্যক্তি মারা গেছেন, তাই তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁর এই নমুনা পিসিআই ল্যাবে পাঠানো হবে। আইইডিসিআরের নিয়ম অনুসরণ করে তাঁকে দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0