রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা) করোনায় মারা গেছেন ১৭ জন। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ১৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ৭৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, র্যাপিড অ্যান্টিজেন ও জিন-এক্সপার্ট মেশিনে মোট ৪ হাজার ১৪৪ জনের নমুনা পরীক্ষায় ওই ৭৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৬০।
আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৭২৪ জনের। শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৯৫। অর্থাৎ বিভাগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বেড়েছে। সঙ্গে করোনা শনাক্তের সংখ্যা বাড়লেও শনাক্তের হার আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।
নতুন সংক্রমিত ৭৭১ জনের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ২২৬ জন রয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জে ১৭৯ জন, পাবনায় ১৪৪ জন, বগুড়ায় ৮১ জন, নাটোরে ৬৭ জন, নওগাঁয় ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৪ জন ও জয়পুরহাটে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ হাজার ৩৫০।
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত আরও ১৭ জন মারা গেছেন। এর মধ্যে নাটোরে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ৪ জন, বগুড়া ও সিরাজগঞ্জে ৩ জন করে এবং নওগাঁয় ২ জন মারা গেছেন। আগের দিন মারা গিয়েছিলেন ১৯ জন। নতুন ১৭ জন নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ জনে।
বিভাগে আট জেলার মধ্যে এ পর্যন্ত করোনায় বগুড়ায় সর্বোচ্চ ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫০ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪০ জন, নওগাঁয় ১২২ জন, নাটোরে ১২৩ জন, সিরাজগঞ্জে ৬৯ জন, জয়পুরহাটে ৫০ জন ও পাবনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮ জন। এ নিয়ে বিভাগে মোট ৬২ হাজার ৩১৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে বিভাগের ৮টি জেলায় হাসপাতালে ১২ হাজার ৪২৩ করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১৫৩ জন। হাসপাতালের বাইরে বাড়িতে আইসোলেশনে আছেন ১০ হাজার ৬১৪ জন করোনা রোগী।