করোনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

আকরাম হুসাইন মজুমদার
ছবি: সংগৃহীত

আকরাম হুসাইন মজুমদারকরোনা সংক্রমিত হয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আকরাম হুসাইন মজুমদার (৫০) মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টির তিনজন শিক্ষক করোনায় মারা গেলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বিষয়টি আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে আকরাম হুসাইনের লাশ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে কাদঘরে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক আকরাম হুসাইনের স্ত্রী মাকসুদা আক্তারও বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সহকারী অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ে আবাসিক ভবনে অবস্থানকালে আকরাম, মাকসুদা এবং এই দম্পতির দুই শিশু সন্তান ও শাশুড়ি করোনায় সংক্রমিত হন। শুরুতে সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে ১৫ জুলাই সপরিবার ঢাকার কল্যাণপুর এলাকার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন আকরাম। একপর্যায়ে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। এ অবস্থায় গত রোববার সকালে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার তাঁর স্ত্রী, দুই শিশু সন্তান ও শাশুড়ির অবস্থার উন্নতি হয়। এরপর তাঁরা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ঢাকায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেস্ট হাউসে ওঠেন। মঙ্গলবার দিবাগত রাতে শিক্ষক আকরাম মারা যান।

আকরাম হুসাইন আইন বিভাগের সভাপতি, আইন অনুষদের ডিন এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের প্রভোস্ট ও জিয়া পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি করোনা সংক্রমিত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সাবেক সভাপতি সাইদুর রহমান মারা যান। ৫ মে করোনা সংক্রমিত হয়ে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল মারা যান।