default-image

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান (৪৫) করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আতাউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আতাউর রহমান ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম বলেন, করোনায় সংক্রমিত হয়ে আতাউর রহমান প্রথমে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে গতকাল দিবাগত রাতে তিনি মারা যান।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২৫ মার্চ সর্দি-জ্বর নিয়ে আতাউর রহমান চট্টগ্রাম থেকে ঢাকায় যান। পরে ২৯ মার্চ তাঁর করোনা পজিটিভ আসে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ২০ শতাংশ। একই সময় চট্টগ্রামে করোনায় মারা গেছেন একজন।

এখন পর্যন্ত চট্টগ্রামে ৪০ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩৮৯ জন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন