করোনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র সুমন হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সুমন হোসেন তৃতীয় বর্ষে ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র। তাঁর বাড়ি ঝিনাইদহে।
সুমনের মামা বাহাউল আলম প্রথম আলোকে বলেন, ১০-১২ দিন আগে সুমন তাঁর বাবার সঙ্গে গরু কিনতে বাজারে যান। বাড়িতে ফিরে সেদিন রাতেই জ্বর হয়। পরে ঝিনাইদহের কালীগঞ্জ সদর হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। শ্বাসকষ্ট বাড়লে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনা ধরা পড়লে হাসপাতালের এইচডিইউতে রাখা হয় তাঁকে। এক সপ্তাহ সেখানে চিকিৎসা চলার মধ্যে শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। জানাজা শেষে শনিবার সুমনের মরদেহ দাফন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ফারহানা বেগম বলেন, ‘তিন দিন আগে সুমনের ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি করোনায় আক্রান্ত সুমনের ফুসফুসের বেশির ভাগ অংশ সংক্রমিত হয়েছে। এরপর সুমনের বিভাগের এক বন্ধুর মাধ্যমে জানতে পারি, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু পরে খবর পেলাম যে সুমন মারা গেছেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘সুমন হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি৷ আমাদের জন্য এটি একটি মর্মান্তিক খবর। বিভাগ ও হল প্রশাসন তাঁর চিকিৎসায় অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে। অবস্থা যখন গুরুতর হয়, তখন আমরা সম্ভব হলে ঢাকায় নিয়ে আসতে বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার ঘণ্টা পাঁচেক পরই আমরা সুমনের মৃত্যুর খবর পাই। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’