default-image

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সস্ত্রীক করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান বিচারপতি ও তাঁর স্ত্রী করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

একই হাসপাতালে গত ৭ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তাঁর স্ত্রী। সেদিন টিকা নেওয়ার পর প্রধান বিচারপতি দেশবাসীকে দ্রুত টিকা নিতে আহ্বান জানান।

বিজ্ঞাপন

সাইফুর রহমান জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি ও হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

এ ছাড়া সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি আজ টিকার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন বলে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র।

করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। আজ বৃহস্পতিবার থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হলো।

বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন