কলকাতায় ট্রেন দুর্ঘটনায় এক বাংলাদেশি আহত
আজমির শরিফ থেকে কলকাতায় ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি। তাঁর নাম মুহম্মদ রফিক সরকার, বাড়ি কুমিল্লা। তিনি একজন গায়ক বলে জানা গেছে।
রেলওয়ে সূত্র জানায়, সোমবার রাত আটটার দিকে কলকাতার দমদম ও বিধাননগর স্টেশনের মাঝামাঝি জায়গায় আহত অবস্থায় পড়ে থাকা রফিককে উদ্ধার করে রেলওয়ে পুলিশ ও এক রেলকর্মী। রাতেই তাঁকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রফিকের ডান পায়ের গোড়ালি রেলে কাটা পড়েছে।