পটুয়াখালী শহরের সদর রোড এলাকায় পৌর ভূমি কার্যালয়ে গত মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা স্টিলের দুটি আলমারি ভেঙে ভেতরের কাগজপত্র তছনছ করে। এ ছাড়া দুর্বৃত্তরা কার্যালয়ের পাঁচটি টেবিলের ড্রয়ার ভেঙে ফেলে। পটুয়াখালীর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে।