কাতারের প্রতিশ্রুতি

কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ্ বিন নাসের বিন খলিফা আল থানি বলেছেন, কাতারে বাংলাদেশি কর্মী অভিবাসন ব্যাপকভাবে বৃদ্ধি করার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রতিশ্রুতি দেন। গতকাল ঢাকায় দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ২০১৫ সালে বাংলাদেশ থেকে সর্বোচ্চসংখ্যক অর্থাৎ ১ লাখ ২৩ হাজার কর্মী কাতারে কর্মসংস্থান লাভ করেন। এ ধারা অব্যাহত থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কাজের আন্তরিকতার প্রশংসা করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মো. খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস