সিলেটের নির্বাচনী প্রচারণায় এত দিন শুধু লন্ডনিদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়েছে। কিন্তু এবার তাতে নতুন মাত্রা যুক্ত করেছেন সৌদি ব্যবসায়ী ফয়সাল গিরগিরি।

তখন রাত ১০টা। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। পথসভায় আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন সৌদি ব্যবসায়ী ফয়সাল গিরগিরি। কী ব্যাপার, জানতে চাইলে বদরউদ্দিন কামরান নিজেই বললেন, হজ পালনকালে মক্কায় ফয়সাল গিরগিরির সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটেছিল। তখন তিনি কথা দিয়েছিলেন, তিনি তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। ২৪ জুলাই তিনি সিলেটে আসেন। ওই রাতেই কামরানের পথসভায় তিনি হাজির হন এবং আরবিতে বক্তৃতা করেন।

সেখানে কথা হয় জসিম উদ্দীন ভূঁইয়ার সঙ্গে। ১০ বছর ধরে তিনি সৌদিপ্রবাসী ব্যবসায়ী। গিরগিরি তাঁর সঙ্গেই এসেছেন। গিরগিরি বললেন, সিলেটের মানুষের ভালোবাসায় তিনি অভিভূত। ইদানীং অনেক সৌদি চাকরিদাতা কোম্পানি বাংলাদেশিদের প্রতি বিরূপ মনোভাব দেখাচ্ছে। কিন্তু গিরগিরি ব্যতিক্রম। বাংলাদেশিদের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা রয়েছে। তাঁর প্রতিষ্ঠানে অনেক বাংলাদেশি কাজ করছেন। ফয়সাল গিরগিরি এর আগে আওয়ামী লীগের সাবেক সাংসদ মহিবুর রহমানের নির্বাচনী প্রচারণায় যোগ দিতে ছাতক সফর করেছিলেন।

নির্বাচনী প্রচারণায় যোগ দিতে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক বললেন, কামরানের নির্বাচনী সভায় প্রতিদিনই লন্ডনপ্রবাসী বাংলাদেশিরা আসছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, লন্ডনপ্রবাসীদের অনেকে তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ইতিমধ্যে সিলেটে এসেছেন।

আরিফুল হকের বাসভবনেই দেখা হলো লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আজিজুর রহমানের সঙ্গে। ৩০ বছর ধরে তিনি লন্ডনে আছেন। নির্বাচনী প্রচারণায় যোগ দিতেই তাঁর সিলেটে ছুটে আসা বলে জানালেন।