কারখানায় আগুন
টাঙ্গাইলের সখীপুরের একটি কাগজ তৈরির কারখানায় গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা তিনটায় উপজেলার প্রতিমা বংকী ফুটানিবাজার এলাকায় ‘মাওলানা ভাসানী বোর্ড মিল’ নামের একটি কাগজের কারখানায় আগুন লাগে। সখীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কারখানার মালিক শফিকুল ইসলাম দাবি করেন, আগুনে তাঁর কারখানায় কোটি টাকার যন্ত্রপাতি ও কাগজ পুড়ে গেছে। সখীপুর ফায়ার সার্ভিসের কর্মী (লিডার) মিনহাজ উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।