default-image

করোনাভাইরাসের ছুটির মধ্যে একমাস পর আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানান।

সর্বশেষ গত গত ৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকটিও অনুষ্ঠিত হয়েছিল গণভবনে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া সাতজন মন্ত্রী উপস্থিত ছিলেন। বৈঠকে নির্ধারিত বিষয়ের পাশাপাশি করোনাভাইরাস নিয়ে আলোচনা হয়েছিল এবং প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0